ইস্টবেঙ্গল আজ নিজেদের মাঠে খেলবে প্রথম ম্যাচ, জয় ফিরতে মরিয়া মশাল ব্রিগেড
কলকাতা: গত ম্যাচে বিএসএসের বিরুদ্ধে ড্র করার পর আত্মবিশ্বাস উধাও ইস্ট বেঙ্গল শিবিরে। বৃহস্পতিবার প্রতিপক্ষ ইস্টার্ন রেল। ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচ। তাই চাপ নিয়েই মাঠে নামবেন লাল-হলুদ ফুটবলাররা। কোচ বিনো জর্জ অবশ্য যে কোনও মূল্যে দলকে জয়ের সরণিতে ফেরাতে চান। এদিন অনুশীলনের শুরুতে কুশ-দীপদের পায়ের বদলে হাত দিয়ে ফুটবল খেলালেন কোচ। ওই ‘গ্যালিক ফুটবল’ আর কী! আসলে গত ম্যাচে বিএসএসের বিরুদ্ধে বেশ অগোছাল দেখিয়েছিল ইস্ট বেঙ্গলকে। ফুটবলারদের মধ্যে বোঝাপড়া বাড়াতেই অনুশীলনের শুরুটা এভাবেই করান কেরল কোচ। পাশাপাশি উইং…