IT Job News 2024: বার্ষিক প্যাকেজ ১১.৫ লাখ, বিপুল নিয়োগ আইটি জায়ান্ট টিসিএস-এ! আবেদন করুন
IT Job News 2024: মানিকন্ট্রোল-এর প্রতিবেদন অনুযায়ী, আইটি জায়ান্ট টিসিএস প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে।আইটি সেক্টরে চাকরির সুযোগ কলকাতা: চাকরির বাজারে মন্দা। বিভিন্ন কোম্পানিতে কর্মী ছাঁটাই চলছে। নামীদামি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও জুটছে না মনের মতো চাকরি। চারদিকে যখন এমন খবরের রমরমা, ঠিক তখনই ১০ হাজার ফ্রেশারকে চাকরি দিচ্ছে টিসিএস। মানিকন্ট্রোল-এর প্রতিবেদন অনুযায়ী, আইটি জায়ান্ট টিসিএস প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে। এর ফলে চলতি আর্থিক বাজারে আইটি সেক্টরে চাকরির বাজার ফের উজ্জীবিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে…

