Microsoft Defender: এক অ্যান্টিভাইরাসেই সব ডিভাইস সুরক্ষিত?
কম্পিউটার সুরক্ষিত রাখতে অনেকেই থার্ড পার্টি অ্যান্টিভাইরাস ব্যবহার করেন। তাঁদের জন্য সুখবর। এখন সকলেই মাইক্রোসফটের ডিফেন্ডার সিকিউরিটি অ্যাপ ব্যবহার করতে পারবেন। এতদিন শুধুমাত্র ব্যবসায়িক ক্ষেত্রে এই সিকিউরিটি প্রদান করত মাইক্রোসফট। কেবল উইন্ডোজ পিসি নয়। অ্যান্ড্রয়েড ফোন, অ্যাপেল ডিভাইসেও এটা পাওয়া যাবে। তার মানে কি আর অন্যান্য অ্যান্টিভাইরাস অ্যাপেরই প্রয়োজন নেই? এই একটা রাখলেই যথেষ্ট? মাইক্রোসফ্ট ডিফেন্ডারের মধ্যে অ্যান্টিভাইরাস সুরক্ষা, ম্যালওয়্যার সুরক্ষা দুটোই আছে। ফলে ইতিমধ্যেই ডিভাইসে ইনস্টল করা ঝুঁকিপূর্ণ অ্যাপগুলিও স্ক্যান করা যাবে। তাছাড়া ওয়েব সুরক্ষাও পাবেন। এর ফলে…