মন্ত্রীর বিয়ের জন্য সাহায্যর হাত বাড়ালেন Shaadi.com এর প্রতিষ্ঠাতা! হাসির রোল নেটপাড়ায়
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমরা যদি বলি যে নাগাল্যান্ডের মন্ত্রী টেমজেন ইমনা আলং-এর মন্তব্য ইন্টারনেটে হাস্যরসের উদ্রেক করেছে। যা নিয়ে মজে রয়েছে সোশ্যাল মিডিয়া, একথা বললে তা হলে অত্যুক্তি হবে না। তার ‘ছোট চোখ’ ব্যঙ্গের জন্য প্রচুর কথা হওয়ার পরে, নাগাল্যান্ডের মন্ত্রী টুইটারে এবার একটি স্ক্রিনশট পোস্ট করার জন্য আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। যেখানে দেখা যাচ্ছে গুগল সার্চে মন্ত্রীর নাম উঠে এসেছে। তিনি নিশ্চিত করেছেন যে তিনি অবিবাহিত। সেই সঙ্গে অনেক নম্র। এমনকী এই বিষয়টি নিয়ে প্রতিদিন টুইটও করি…