Fossil Galaxy: জীবাশ্ম এবার মহাকাশেও! ছায়াপথের প্রাচীন ছায়া লুটিয়ে অনন্ত শূন্যে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাকাশ নিয়ে কৌতূহলের কোনও শেষ নেই। শেষ নেই অধ্যবসায়েরও। নিরন্তর নানা আবিষ্কারের সূত্রে নতুন করে আমাদের কাছে খুলে যাচ্ছে মহাকাশের পরত। খুলে যাচ্ছে রহস্যের নতুন নতুন জানলা। সেখান দিয়ে আসছে অজানা আলোর স্রোত। নাম তার পেগাসাস ভি। পেশাদার মহাকাশবিজ্ঞানীরা সম্প্রতি এর খোঁজ পেয়েছেন। এক ধরনের বামন গ্যালাক্সি এটি। এতে হাইড্রোজেন বা হিলিয়ামের চেয়ে ভারী পদার্থ প্রায় কিছু নেই। এর সব লক্ষণ দেখে-টেখে বিজ্ঞানীদের বিশ্বাস হয়েছে, এটা নিশ্চিত কোনও প্রাচীন গ্যালাক্সির অবশেষ, মরা ছায়াপথ। অথবা,…