Atlantic Ocean Current: মহাবিপর্যয়! থেমে যাবে বিশ্ব জুড়ে বহমান বিপুল এই সমুদ্রস্রোত?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন গবেষণা বলছে, যদি বিশ্বব্যাপী কার্বন নির্গমন কমানো না হয়, তাহলে ২০২৫ থেকে ২০৯৫ সালের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে সমুদ্র স্রোত! তা হলে, কী হবে এ বিশ্বের, এ সৃষ্টির? ‘নেচার কমিউনিকেশনস’ নামের পত্রিকায় নতুন এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে ‘গাল্ফ স্ট্রিম’ বা উপসাগরীয় স্রোত ২০২৫ সালের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে! নতুন এক সাম্প্রতিক গবেষণায় এমন ইঙ্গিতই মিলেছে। বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ এই মহাসাগরের স্রোতকে ‘আটলান্টিক মেরিডিওনাল ওভারটার্নিং সার্কুলেশন’ বা ‘অ্যামোক’ নামে অভিহিত…