বাঘকে খাওয়াতে গাড়ির জানলা খুললেন ব্যক্তি, এগিয়ে এল বাঘ, তার পরের ঘটনা চমকে দেবে
ইন্টারনেটের মাধ্যমে আমরা এখন প্রতিদিন অসংখ্য ভিডিও দেখতে পাই। এর মধ্যে কিছু কিছু ভিডিও রীতিমতো রোমহর্ষক। সম্প্রতি এমনই এক ভিডিও ইন্টারনেটে আপলোড করা হয়েছে যা দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। কয়েক সেকেন্ডের ওই আপলোড করা ভিডিও-তে দেখা যাচ্ছে, এক বাস চালক হঠাৎই তার বাসের জানলা খুলে ভেতর থেকে হাতের ইশারায় কাউকে ডাকছেন। কাকে ডাকলেন চালক? খানিক বাদেই দর্শন মেলে জানলার ও পারে এক বিরাট আকারের বাঘের। দেখা যায় ওই বাস চালক একটি লাঠিতে মাংসের টুকরো ঝুলিয়ে ওই বাঘটিকে আমন্ত্রণ…