Tithi Basu on Debolinaa Nandy: “পাইলট হলেই ভদ্রলোক হওয়া যায় না”, দেবলীনার পাশে দাঁড়িয়ে প্রবাহকে বিঁধলেন তিথি বসু…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৪ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় আচমকাই একটি লাইভ করে নিজের জীবনের অন্ধকার দিকের কথা প্রকাশ করেন গায়িকা দেবলীনা নন্দী। বাইরে থেকে সুখী দাম্পত্যের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা গেলেও, ভেতরের তিক্ততা যে কতটা গভীর ছিল, তা তাঁর লাইভ দেখেই স্পষ্ট হয়েছে। স্বামীর সঙ্গে মানসিক দূরত্ব এবং পারিবারিক চাপের মুখে পড়ে শেষমেশ মৃত্যুর পথ বেছে নেওয়ার চেষ্টা করেন গায়িকা। যদিও বর্তমানে তিনি বিপদমুক্ত, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে টলিপাড়ায় বইছে বিতর্কের ঝড়। দেবলীনার অভিযোগ অনুযায়ী, তাঁর…

)