শুধু কলকাতায় অস্টিওআর্থ্রাইটিসের ব্যথায় কাবু ৩২.৭ শতাংশ রোগী, কী করবেন জানুন
কলকাতা: অত্যাধুনিক প্রযুক্তির তাৎপর্যপূর্ণ প্রভাব দেখা যাচ্ছে শল্য চিকিৎসার ক্ষেত্রে। বিশেষ করে রোবোটিক-অ্যাসিস্টেড পদ্ধতির ক্ষেত্রে তো বড়সড় ভূমিকা পালন করেছে। সাধারণ রোবোটিক সার্জিক্যাল সিস্টেম (আরএএস)-এর ক্ষেত্রে একটা ক্যামেরা আর্ম এবং সার্জিক্যাল টুলস-সহ মেকানিক্যাল লিম্বস থাকে। রোবোটিক সার্জারির ফলে শল্য চিকিৎসকদেরও সুবিধা হয়েছে। কারণ এর হাত ধরে জটিল এবং সূক্ষ্ম অস্ত্রোপচার আরও সহজ হয়ে উঠেছে। তবে ট্র্যাডিশনাল অস্ত্রোপচারের পদ্ধতির ক্ষেত্রে অবশ্য এই সুবিধাটা মেলে না। এই সেট-আপের কারণে দেহের যে অংশে অস্ত্রোপচার হবে, সেই অংশটিকে ভাল ভাবে স্পষ্ট করে সহজেই…