সরে বসতে বলতেই শুরু ধুন্ধুমার কাণ্ড! মেট্রো রেলে দুই মহিলার মারামারি ভাইরাল
যাঁরাই কখনও না কখনও পিক বিজনেস আওয়ারে মেট্রোতে যাতায়াত করেছেন, তাঁদের জন্য এই দৃশ্য খুব মামুলি হলেও নেটদুনিয়ায় তা ভাইরাল হতেই মজায় মেতেছেন নেটাগরিকরা। রাশ আওয়ারে মেট্রোতে সিট খুঁজে পাওয়া সত্যিই খুব কষ্টের। নিত্যযাত্রীদের কাছে মেট্রোতে সিট খুঁজে পেতে তর্ক এবং এমনকী মারামারির দৃশ্য দেখাও আশ্চর্যের কিছু নয়! সম্প্রতি দিল্লি মেট্রোর (Delhi Metro) এক ট্রেনে সিটে বসা নিয়ে দুই মহিলাকে ঝগড়া করতে দেখা গিয়েছে। ট্যুইটারে (Twitter) শেয়ার করা ওই সংক্ষিপ্ত ক্লিপটিতে দেখা যাচ্ছে হলুদ শাড়ি পরা একজন মহিলা আরামে…