কোরিয়ার খাবার বাংলার গ্রামে-গ্রামে সুপারহিট! ‘টর্নেডো’ আপনি খেয়েছেন?
ডায়মন্ডহারবার: দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় স্ট্রিট ফুড টর্নেডো পটাটো মিলছে বাংলায়। আর তার স্বাদ গ্রহণ করতে একটিবারের জন্য হলেও দোকানের সামনে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলেই। এমন চিত্র চোখে পড়ছে বাংলার বিভিন্ন মেলায়। আসলে এই জনপ্রিয় খাবারের সঙ্গে বাঙালি খুব পরিচিত না হলেও, বাঙালির সঙ্গে আলুর যোগ নিবিড়। আলুকে বিভিন্ন উপায়ে রান্না করতে ভালবাসে বাঙালি। আর সেই আলু দিয়েই তৈরি হচ্ছে এই টর্নেডো পটাটো।একটি স্টিকের মধ্যে আলু স্পাইরাল রিং হিসাবে পাতলা করে দিয়ে ভাজা হয়। সেটি বাজারচলতি চিপসের মতো দেখতে…