Tropical Storm Trami: এদিকে ‘ডানা’, ওদিকে ‘ট্রামি’! এখনই মৃত ২০…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডানা আতঙ্কের মধ্যেই এবার ট্রামির উদ্বেগ। ট্রামির আঘাতে ফিলিপাইনে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন দেড় লাখেরও বেশি মানুষ। নিরক্ষীয় ঝড় ট্রামির আঘাতে অন্তত ২০ জন নিহত হয়েছে। ফিলিপিনের সবচেয়ে জনবহুল দ্বীপ লুজোনের উত্তর-পূর্ব উপকূলে ঘণ্টায় ৯৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে আঘাত হেনেছে এবং ব্যাপক বন্যা ও ভূমিধসের সৃষ্টি করেছে। উত্তর ফিলিপাইনে গ্রীষ্মকালে এক মাসে যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয় তা একদিনেই হয়েছে এই অঞ্চলে। ঝড়ের কারণে পূর্ব সতর্কতা হিসাবে এক…