Earthquake: ভয়ংকর! মধ্যরাতে কেঁপে উঠল মাটি, উত্তাল হল সমুদ্র, সুনামির আতঙ্কে দিশেহারা মানুষজন…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার একাংশ। গভীর রাতে দেশের কেঁপে উঠল পূর্বাঞ্চলের মালুক প্রদেশের মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৬। এমনটাই জানিয়েছে দেশের জলবায়ু ও ভূপদার্থবিদ্যা সংস্থা। তবে সুনামির কোনও আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। স্থানীয় সময় রবিবার রাত দেড়টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের কেন্দ্রস্থল ছিল মালুকু তেঙ্গা রিজেন্সি থেকে ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক আধিকারিক স্যান্ডি লুহুলিমা সিনহুয়াকে বলেন, ভূমিকম্পের ফলে কোনো গুরুতর প্রভাব পড়েনি।…