শ্মশানের নিস্তব্ধতা চারিদিকে, মৃত্যুপুরী তুরস্কে শবের সারি, ২০ হাজার ছোঁয়ার পথে
আঙ্কারা: অটোমান সাম্রাজ্যের ৬০০ বছরের সুদীর্ঘ ইতিহাস। স্থাপত্য, প্রাচুর্যের গল্প মুখে মুখে ফেরে আজও। কিন্তু প্রকৃতির রোষে আজ মৃত্যু উপত্যকা তুরস্ক, পড়শি দেশ সিরিয়াও। বিধ্বংসী ভূমিকম্পের আঘাতে সেখানে মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়াল (Turkey Syria Earthquake)। বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত পাওয়া শেষ তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১৯ হাজার ৩০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তুরস্কে এখনও পর্যন্ত ১৬ হাজার ১৭০ জনের মৃত্য়ু হয়েছে। সিরিয়ায় ৩ হাজার ১৬২ দেহ উদ্ধার হয়েছে বলে খবর (Turkey Earthquake Death Toll)। ২০১১ সালে ভূমিকম্পের পর সুনামির…