‘উড়ে যাবে Twitter-এর নীল পাখি?’ আসছে নতুন লোগো, ঘোষণা করলেন এলন মাস্ক
ট্যুইটারের মালিকানা বদলের সঙ্গে সঙ্গেই আরও অনেক বদল এসেছে। এবার বদলে যাবে সেই চিরপরিচিত নীল পাখি। সম্প্রতি তেমনটাই ইঙ্গিত দিলেন সিইও এলন মাস্ক। বদলে দেওয়া হবে ট্যুইটারের লোগো। ট্যুইট করে ঘোষণা করলেন এলন মাস্ক। রবিবার ট্যুইট করে এলন মাস্ক লেখেন,‘‘খুব তাড়াতাড়ি আমরা টুইটার ব্র্যান্ড এবং ধীরে ধীরে সমস্ত পাখিকে বিদায় জানাব। যদি আজ রাতে ভাল X লোগো পোস্ট করা হয়, তাহলে আমরা আগামীকাল বিশ্বব্যাপী লাইভ করব’’৷ সূত্রের খবর অনুযায়ী মার্জারের পর ট্যুইটার এখন X ক্রপ নামক নতুন একটি কোম্পানির…