নববধূকে নিয়ে হেলিকপ্টারে উঠলেন বর, কনে বিদায় দেখতে উপচে পড়ল ভিড়! হতবাক পুলিশও
Report: Shehzad Rao বাগপত, উত্তর প্রদেশ: বর বিয়ে করতে যায় কনের বাড়ি। কিসে যায়? বেশিরভাগ সময়েই চার চাকা গাড়িতে। ফুল, মালায় সাজানো হয় বরের গাড়ি। অনেকে ঘোড়ায় চড়েও যান। বিশাল শোভাযাত্রা সহকারে ঢোল, নাগাড়া বাজাতে বাজাতে উপস্থিত হন বিয়ের মণ্ডপে। কিন্তু যদি বলা হয়, হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এসেছে বর, তাহলে চোখ কপালে উঠতে বাধ্য। এমনটাই ঘটেছে উত্তর প্রদেশের বাগপতে। বর দুধের ব্যবসায়ী। ইচ্ছা ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাবেন। যেমন ভাবা তেমন কাজ। ভাড়া করে ফেলেন আস্ত হেলিকপ্টার।…