৬ বছর ধরে চাকরির পাশে পড়াশোনা করে পিসিএস পরীক্ষায় ১ম! উৎকর্ষের গল্পে অবাক হবেন
প্রয়াগরাজ: দৃঢ় মানসিকতা, আত্মবিশ্বাস থাকলে আর লক্ষ্য স্থির হলে যে কোনও সাফল্য পাওয়া সম্ভব হতে পারে। ধৈর্য ধরে করা যে কোনও ইতিবাচক কাজই মানুষকে সাফল্যের পথে নিয়ে যেতে পারে। সে কথাই যেন আরও একবার প্রমাণ করে দিলেন, উত্তরপ্রদেশের যুবক উৎকর্ষ। নিজের চাকরি সামলেও পড়াশোনা করে গিয়েছেন প্রয়াগরাজের ওই যুবক। আর তার ফলও পেয়েছেন হাতেনাতে। ২০২২ সালের UPPCS পরীক্ষায় উৎকর্ষ PCS-এ প্রথম স্থান অর্জন করেছেন। উৎকর্ষের বাবা এলাহাবাদ হাই কোর্টের জয়েন্ট রেজিস্ট্রার হিসেবে কর্মরত। তাঁর মা শোভাদেবীর একটাই স্বপ্ন ছিল…