Ban Use Of English: সরকারি কাজে ইংরেজি ব্যবহার করলেই এবার থেকে দিতে হবে মোটা জরিমানা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যাংলোম্যানিয়াকে আক্রমণ। বিশেষ করে ইংরেজি ভাষার প্রতি দেশবাসীর অনর্থক ভালোবাসা ঘোচাতে এবার ভাষা-ব্যবহার নিয়ে কড়া হচ্ছে ইটালি। বলা হয়েছে, সরকারি ও বেসরকারি সংস্থাগুলি তাদের অফিশিয়াল কাজের ক্ষেত্রে যদি বিদেশি ভাষা বা শব্দ ব্যবহার করে তবে তাদের মোটা জরিমানা দিতে হবে! কেন হঠাৎ এই নিয়ম? আসলে ইটালি সরকার দেখেছে চ্যাটজিপিটি(ChatGPT) গোপনীয় তথ্য় হাতিয়ে নিচ্ছে। এই অভিযোগ তুলেই ইটালি (Italy) বিদেশি ভাষার উপর এই নিষেধাজ্ঞা চাপাতে চলেছে। তথ্যের সুরক্ষার পাশাপাশি ভাষার ব্যবহার নিয়েও কড়া হচ্ছে ইটালি…