এই কারণে উত্তরপ্রদেশকে বেছে নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
লখনৌ : প্রাথমিক স্বাস্থ্যের পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ এবং গবেষণার জন্য উত্তরপ্রদেশকে বেছে নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। নিজের ইচ্ছার কথা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ সরকারকে জানিয়েছিলেন। ইতিবাচক সাড়া দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নোবেলজয়ীর সঙ্গে এবিষয়ে আলোচনা চেয়েছিলেন তিনি। মঙ্গলবার লখনৌয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে বিস্তারিত আলোচনা করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গে বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। গত বছর গোড়ার দিকে বাংলার তাঁতকে (Handloom) বিশ্বের দরবারে তুলে ধরার কাজ শুরু করেন নোবেলজয়ী…