সশরীরে না থেকেও সঙ্গী, স্ত্রী-র ছবি দেওয়া বালিশ নিয়ে ভ্রমণে তরুণ !
নয়া দিল্লি : বেড়াতে (Vacation) যেতে কার না ভাল লাগে ! পরিকল্পনা করে বেরোলে তো কথাই নেই । আনন্দের মুহূর্ত উপভোগ করা আরও পরিকল্পনামাফিক হয়ে ওঠে। তবে, সঙ্গে থাকতে হবে কাছের মানুষদের। পরিবারকে। ভালবাসার মানুষটি সঙ্গে থাকলে তো আর কথাই নেই। জমিয়ে দর্শনীয় স্থান ঘুরে দেখা, খাওয়া-দাওয়া…এসবের যেন ‘অন্ত’ থাকে না। এহেন পরিকল্পনাই যখন ভেস্তে যায়…মন খারাপ হয় বৈকি। ঠিক এমনই পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল ফিলিপ্পিন্সের (Philippines) তরুণ রেমন্ড ফর্চুনাদোকে। কিন্তু, তাতেও তিনি দমবার ‘পাত্র’ নন। ঘটনাটা কী ?…