Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
সারা ঘর রাঙিয়ে দিলেন আপন মনের মাধুরীতে, যাওয়ার সময়ে হোটেল মালিককেই ৮৫ হাজারের বিল ধরালেন ভাড়াটে !
সারা ঘর রাঙিয়ে দিলেন আপন মনের মাধুরীতে, যাওয়ার সময়ে হোটেল মালিককেই ৮৫ হাজারের বিল ধরালেন ভাড়াটে !

জানা গিয়েছে যে চেক আউটের পরে ভিনস ভিলেগাস যখন ঘরদোর ঠিকঠাক আছে কি না দেখতে যান, তখনই তাঁর বিস্ময়ের অন্ত থাকে না। সারা ঘর রাঙিয়ে দিলেন আপন মনের মাধুরীতে (Photo: Vince Villegas)) রাঙিয়ে দিয়ে যাও… যাওয়ার আগে- বিষয়টাকে বাস্তবজীবনে অক্ষরে অক্ষরে কেউ যদি মেনে নেন তবে তো বড় মুশকিল! তবে, ভাড়াটেরা যে এমন উপদ্রব করেন না, তা তো আর নয়। হামেশাই দেখা যায় তাঁরা বাড়ি ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু দেওয়ালে রেখে গিয়েছেন তাঁদের থাকার ছাপ। খুদে সদস্য থাকলে তো…

Read More