ওরা সকলে কোথায় গেল?’ ভূমিকম্পের ভগ্নস্তূপে রোজ পরিবারের সদস্যদের খোঁজে পোষ্য
নয়াদিল্লি : ভূমিকম্পে বিধ্বস্ত চারদিক ৷ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে একটি কুকুর৷ দেখে বোঝা যাচ্ছে কোনও এক সময়ে সে ছিল পোষ্য ৷ কিন্তু এখন ‘পরিবার’-কে হারিয়ে সে গৃহহীন ৷ ভূমিকম্পে ধ্বস্ত আফগানিস্তানের পাকটিকা প্রদেশের এই ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সমীরা এস আর ৷ নেটিজেনদের মন জয় করেছে এই করুণ ছবি৷ পাকটিকার গায়েন প্রদেশের এই ভাইরাল ভিডিওতে যে কুকুরটিকে দেখা যাচ্ছে তার পালক পরিবারের সকলেই নিহত ভূমিকম্পে ৷ তাঁদের খোঁজে সে রোজ ঘুরে বেড়ায় ভাঙা ঘরবাড়ির চারপাশে৷ এখন গ্রামের অন্যান্য…