অঙ্কিতের সেঞ্চুরিতে বিরাট জয় বাংলার, অভিষেকেই নায়ক কিংবদন্তির পুত্র
কলকাতা: সিএবি-র স্থানীয় ক্রিকেটে খেলেন শ্যামবাজার ক্লাবের জার্সি পরে। ক্লাবের হয়ে ব্যাটিং করেন তিন নম্বরে। তবে বাংলার হয়ে ইনিংস ওপেন করছেন। আর নতুন ব্যাটিং পোজিশনে নজরও কেড়ে নিচ্ছেন। শুক্রবার অনূর্ধ্ব ১৯ বিনু মাঁকড় ট্রফিতে (Vinoo Mankad Trophy) নায়ক অঙ্কিত চট্টোপাধ্যায়। ইনিংস ওপেন করে বাঁহাতি ব্যাটার ৯১ বলে ১১৫ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। ১৪৮ মিনিটের ইনিংসে ছিল ৭ চার ও ৯ ছক্কা। তাঁর দাপটেই ওড়িশার বরাবাটি স্টেডিয়ামে অসমের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বাংলা তোলে ৩০৯/৭। জবাবে মাত্র ৮০ রানে শেষ…