4G, 5G রিচার্জ কি উঠে যাবে! আসছে 6G! ২৪ অক্টোবরের দিকে তাকিয়ে গোটা দেশ!
6G- ওয়্যারলেস প্রযুক্তির পরবর্তী প্রজন্মকে আকার দেওয়ার জন্য উত্তরোত্তর অগ্রসর হচ্ছে ভারত। একাধিক গবেষণার উপর ভিত্তি করে জানা গিয়েছে যে, 6G টেকনোলজি সংক্রান্ত পেটেন্ট ফাইলিংয়ের নিরিখে চতুর্থ থেকে ষষ্ঠ স্থানের মধ্যে নিজের জায়গা পাকা করেছে এই দেশ। আজকাল হাই স্পিড ইন্টারনেটের যুগ। মানুষ দ্রুত গতি বিশিষ্ট ইন্টারনেট পরিষেবা চান। বর্তমানে অবশ্য আমাদের দেশে 4G এবং 5G ইন্টারনেট কানেক্টিভিটির সুবিধা পাওয়া যায়। কিন্তু এখন আমাদের দেশ 6G ইন্টারনেট পরিষেবার দিকে অগ্রসর হচ্ছে। বলা ভাল যে, ওয়্যারলেস প্রযুক্তির পরবর্তী প্রজন্মকে আকার…