Vodafone 5G Plan: বিপুল গতির ইন্টারনেট, আনলিমিটেড কল, সস্তার 5G প্ল্যান নিয়ে এল ভোডাফোন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খুব কম খরচে ৫জি প্ল্যান চালু করল ভোডাফোন আইডিয়া। মাত্র ২৯৯ টাকায় মিলবে ৫জি পরিষেবা। হাইস্পিড ইন্টারনেটের জন্য এই ৫জি সার্ভিস খুবই জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে। আপাতত গোটা দেশ নয় ভোডাফোনের ওই ৫ জি পরিষেবা চালু হচ্ছে মুম্বই সার্কেলে। এই প্ল্যানে মিলবে রোজ ১ জিবি ৫জি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, রোজ ১০০ এসএমএস। চলবে মোট ২৮ দিন। আপাতত ৫ জি পরিষেবা দেওয়া হবে মুম্বইয়ে। অর্থাত্ যেসব এলাকায় ভোডাভোন আইডিয়ায় নেটওয়ার্কের রয়েছেন তারা…