AI-এর দৌলতে রাতারাতি আমেরিকার পঞ্চম বৃহৎ সংস্থা, জানেন কী করে Nvidia
ট্রিলিয়ন ডলারের তালিকায় আরও এক প্রযুক্তি সংস্থা। Nvidia Corp-এর শেয়ারের দর তুঙ্গে পৌঁছে যায়। আর তার জেরেই ট্রিলিয়ন ডলার মার্কেট ভ্যালুতে পৌঁছে যায় এনভিডিয়া। ওয়াল স্ট্রিটে প্রযুক্তি সংস্থাগুলির দুরাবস্থা। কিন্তু তারই মধ্যে দুর্দান্ত চাহিদা Nvidia-র শেয়ারের। কেন? বিশেষজ্ঞরা বলছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বৃদ্ধির বাজারে পাল্লা দিয়ে বাড়তে পারে এনভিডিয়া। আর সেই সম্ভাবনা থেকেই এই শেয়ারে আগেভাগে বিনিয়োগ করে রাখছেন সকলে। Nvidia ঠিক কতটা বড়? বাজার মূলধনের নিরিখে বর্তমানে Nvidia মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম বৃহত্তম সংস্থা। Apple, মাইক্রোসফট, অ্যালফাবেট এবং আমাজনের মতো…