বাড়িতে মশা, আরশোলাদের ‘আড্ডা’ থাকলে লাগিয়ে নিন এই গাছগুলি! পালাবে কীটপতঙ্গ
আপনরা বাড়ি যদি আরশোলা, টিকটিকি কিম্বা মশার আড্ডা হয়ে যায়, তাহলে স্বভাবতই সেখানে স্বাচ্ছন্দ্য পাওয়া যায়না। নিজেরা তো বটেই, অতিথি এসেও যদি মশা মারেন, তাহলে খানিকটা অস্বস্তিবোধ বাড়ির সদস্যদের হয়েই থাকে! এদিকে মশা বা আরশোলা মারতে কোনও কীটনাশক ব্যবহার করলে তার পার্শ্বপ্রতিক্রিয়াও অনেক সময় হয়। সেক্ষেত্রে অ্যালার্জি, চোখ জ্বালার সমস্যা লেগেই থাকে। তাই কীটপতঙ্গকে ভ্যানিশ করতে কিছু ঘরোয়া টোটকা। তেজপাতা খানিকটা তেজপাতা বেটে তা রান্নাঘর বা বাড়ির এমন জায়গায় রাখুন যেখানে আরশোলার উপদ্রব চরমে রয়েছে। এতে আরশোলার আনাগোনা থেকে…