ফুলশয্যার রাতেই…! শ্বশুরবাড়িতে পা দেওয়ার ২০ মিনিট পরেই বড় সিদ্ধান্ত নিলেন কনে, পরমুহূর্তেই যা করলেন স্বামী, চক্ষুচড়কগাছ সবার!
Wedding: গত ২৫ নভেম্বর, ২০২৫ তারিখে সালেমপুরের পূজাকে বিয়ে করেছিলেন বিশাল। বরযাত্রীরা সেদিন সন্ধ্যা ৭টা নাগাদ কনের বাড়িতে পৌঁছে যান এবং সেই রাতের মধ্যেই নিয়ম মতো বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। উত্তরপ্রদেশের দেওরিয়ায় একটি বিয়ের পর কনে বরের বাড়িতে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই ভেঙে গেল বিয়ে। বিশাল মাধেসিয়া নামের এক ব্যক্তির বিয়ে হয় গত ২৫ নভেম্বর। বাবাকে ভালুয়ানিতে একটি জেনারেল স্টোর চালাতে সাহায্য করেন বিশাল। গত ২৫ নভেম্বর, ২০২৫ তারিখে সালেমপুরের পূজাকে বিয়ে করেছিলেন বিশাল। বরযাত্রীরা সেদিন সন্ধ্যা ৭টা…

