বরকে দেখামাত্র মুখ নামিয়ে নিলেন কনে, ছুঁতেও রাজি নন, বিয়ের মঞ্চে হুলস্থূল ! ভাইরাল ভিডিও
ভিডিওতে শুধু দেখা যাচ্ছে, মালাবদলের মঞ্চে কনে বরের দিকে তাকালেন। তারপরই মুখ নামিয়ে নিলেন। সেই যে মুখ নামিয়ে নিলেন, আর তাকালেন না। প্রেমের বিয়েতে কোনও ঝঞ্ঝাট নেই। একে অপরকে চেনেন, জানেন। একে অন্যের স্বভাব, আচরণের সঙ্গেও দু’জন পরিচিত থাকেন। আজকাল দেখাশোনা করে বিয়েতেও হবু বর-কনে বিয়ের আগেই এঁকে অপরকে চেনার, জানার সুযোগ পান। তবে সবসময় নয়। এখনও দেশের এমন অনেক জায়গা আছে, যেখানে শুভদৃষ্টির সময় বর-কনে প্রথম একে অপরকে দেখেন। বিয়ের কথাবার্তা সারেন অভিভাবকরাই। সেখানে বর-কনের কোনও ভূমিকা নেই।…