Achinta Sheuli: মেয়েদের হস্টেলে ঢুকতে গিয়ে পাকড়াও! অলিম্পিক্সের প্রস্তুতি শিবির থেকে বাদ বাঙালি ভারোত্তোলক অচিন্ত্য
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেলেঙ্কারি একেই বলে। পাতিয়ালায় চলছে প্যারিস অলিম্পিক্সের প্রস্তুতি শিবির। সেখানেই গন্ডগোল বাধালেন ভারোত্তোলক অচিন্ত্য শিউলি। গত বৃহস্পতিবার রাতে তাঁকে চুপিসাড়ে মেয়েদের হোস্টলে ঢুকতে দেখেন নিরাপত্তারক্ষীরা। সেই ভিডিয়ো তুলে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তার পরেই অচিন্ত্যকে পাতিয়ালার ওই ক্যাম্প থেকে বিতাড়িত করা হয়েছে। ভারতীয় ভারোত্তোলক ফেডারেশন সূত্রে খবর, এরকম ঘটনাকে এড়িয়ে যাওয়া যায় না। অচিন্ত্যকে সঙ্গে সঙ্গেই ক্যাম্প ছেড়ে চলে যেতে বলা হয়েছে। ওই ভিডিয়োটি পাতিয়ালার ইডিকে ও সাই-এর অফিসে পাঠানো হয়। ভিডিয়োয় প্রমাণ…