চিজবার্গার খেয়ে প্রাণ গেল ৬ বছরের মেয়ের! এই ই.কোলাই ইনফেকশন কখন হয়
অল্পবয়সী শিশু, বয়স্কদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে ই.কোলাই ইনফেকশন। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলেই বাড়ছে বিপদ। এই একই বিপদে পড়ে নিজেকে রক্ষা করতে পারল না মাত্র ছয় বছরের বাচ্চা মেয়েটিও। ঠিক কী ঘটেছে অ্যাঞ্জেলিকা ভাজকুয়েজ নামে ম্যাসাচুসেটসের ছয় বছর বয়সী বাচ্চাটি ই. কোলাই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তাঁর মা সামান্থা ওকাসিওর দাবি, ম্যাকডোনাল্ডসের বিষাক্ত চিজবার্গার খেয়েই মৃত্যুর মুখে ঢলে পড়েছেন তাঁর সন্তান। বার্গারটি খাওয়ার পর, অ্যাঞ্জেলিকা প্ৰথমে ঠিকই ছিল। কিন্তু ১ নভেম্বর থেকে, সে অসুস্থ হতে…