চড়াই বেয়ে তুলে আনা ‘পাহাড়ি ভূত’! পাওলোস্কির সেরা সম্পদ দেখে মুগ্ধ সকলে
#কাঠমান্ডু: চারদিকে যেন ধবধবে সাদা চাদর পাতা। আর তারই উপর দিয়ে রাজকীয় ভঙ্গিমায় হেঁটে চলেছে সে। দূর থেকে, বহু দূর থেকে তার গোটা কতক ছবি তুলতে পেরেছেন এক অতিউৎসাহী চিত্রগ্রাহক। আর সে ছবি যেন মোহনমায়া বিস্তার করেছে ইন্টারনেট দুনিয়ায়। সম্প্রতি কয়েকজন ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফার নেপালের বরফ ঢাকা পাহাড় চূড়ায় দেখা পেয়েছেন একটি তুষার চিতাবাঘ বা স্নো লেপার্ডের। আসলে স্নো লেপার্ড এমনই এক বিরল প্রাণী, যার দেখা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। মধ্য ও দক্ষিণ এশিয়ার পার্বত্য অঞ্চলে এদের আদি নিবাস।…