“Stay Single”: ‘অবিবাহিতই থাকুন’, জনসংখ্যা রুখতে নয়া দাওয়াই মন্ত্রীর
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাগাল্যান্ডের মন্ত্রী টেমজেন ইমনা আলং, যিনি তার “ছোট চোখ” মন্তব্যের জন্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। এবারে দেশে জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে বেফাঁস মন্তব্য করে শিরোনামে এলেন তিনি। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে, মন্ত্রী পরিবার পরিকল্পনার বিষয়ে সচেতনা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন এবং তিনি “সমাধান”ও বাতলে দিয়েছেন। ট্যুইট করে মন্ত্রী বলেন, “বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে, আসুন আমরা জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলির প্রতি একটু সচেতন হই এবং সন্তান জন্মদানের বিষয়ে সচেতন পছন্দ করি। অথবা আমার মত অবিবাহিত থাকুন এবং একসাথে আমরা একটি…