Pakistan: অরাজকতা, না সংকট? ১ কিলো আটার দাম ৩২০ টাকা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্তমানে বিশ্বের ‘সবচেয়ে দামি’ আটা বিক্রি হচ্ছে করাচিতে। ‘পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স’-এর একটি রিপোর্টে এই তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে। কুড়ি কিলো আটার দাম ৩২০০ টাকা! অর্থাৎ, কিলো প্রতি ৩২০ টাকা। অর্থনৈতিক সংকটের মুখে পড়া পাকিস্তানে এখন এই অগ্নিমূল্যেই বিকোচ্ছে আটা, কিনতে বাধ্যও হচ্ছেন করাচির সাধারণ মানুষ। করাচিতে আটার দাম হু হু করে বেড়েই চলেছে। সম্প্রতি সেখানে আটার দাম কেজি প্রতি ১০ টাকা করে আরও বেড়েছে। পাকিস্তানের বাকি শহরগুলিতেও আটার দাম করাচির মতোই…