যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণকে এখনই গ্রেফতার করে লাভ নেই, জানাল আদালত
নয়াদিল্লি: ভারতীয় কুস্তি সংস্থার বিদায়ী প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংহের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর গ্রেফতারির দাবিতে তোলপাড় হয়েছে দেশ। যদিও এখনই তাঁকে গ্রেফতার করা হলে লাভ হবে না বলে জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। ব্রিজ ভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুতর হলেও, এখনই গ্রেফতার করায় সায় নেই আদালতের। ছ’বারের বিজেপি বিধায়ক ব্রিজভূষণকে বৃহস্পতিবারই জামিন দিয়েছে আদালত। জাতীয় কুস্তি সংস্থার অভিযুক্ত সহকারী সচিব বিনোদ তোমরের জামিনের আর্জিও মঞ্জুর করা হয়েছে। ৯ পাতার রায়ে অতিরিক্ত মুখ্য…