Xiaomi ব্যবহারকারীদের ফোন থেকে চিরতরে ডিলিট হয়ে যাবে ছবি! অবিলম্বে এই কাজটি করুন
সম্প্রতি Xiaomi তার গ্রাহকদের জন্য এক নোটিশ ঘোষণা করে জানিয়েছে, কোম্পানি ক্লাউড সার্ভিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি ক্রমাগত তার ব্যবহারকারীদের নোটিশ পাঠাচ্ছে যে তাঁদের সমস্ত ডেটা ৩০ এপ্রিল, ২০২৩ তারিখের পরে আর ক্লাউড সার্ভারে সেভ হবে না। MIUI গ্যালারি এরপরে আর সিঙ্ক সাপোর্ট করবে না। কোম্পানির তরফে ব্যবহারকারীদের উদ্দেশ্যে বারে বারে নোটিশ পাঠানো হচ্ছে তাঁরা যেন অতি সত্বর তাঁদের ফটো বা ভিডিও Google Photos-এ ট্রান্সফার করেন। ফোনের মিডিয়ায় থাকা সমস্ত তথ্যকে Google ড্রাইভে ট্রান্সফার সহজ করতে MIUI গ্যালারি…