‘শ্রীদুর্গা অপেরা’র অফিসে হইহই কাণ্ড! এ কোন ভুবন? কাঁচা বাদামের পর ফের চমক
#কলকাতা : ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর এবার চিৎপুরের যাত্রায়। দীর্ঘদিন লকডাউনে লোকশিল্প যাত্রা সংস্থাগুলো ধুঁকছিল। তাই এবারের পালাগান নিয়ে নতুন চমক দিল চিতপুরের একটি যাত্রা সংস্থা (Kancha Badam | Bhuban Badyakar )। রথযাত্রার দিন তাদের মূল আকর্ষণের শিল্পী ভুবন বাদ্যকরকে নিয়েই রীতিমতো যাত্রা অফিসে হইচই পড়ে গেল। এমনকি আশেপাশের যাত্রা সংস্থার অফিসগুলো থেকে ভিড় জমালো ‘শ্রীদুর্গা অপেরা’র অফিসে। বেলা আড়াইটা নাগাদ ভুবন বাদ্যকর (Kancha Badam | Bhuban Badyakar ) রবীন্দ্র সারনির যাত্রা সংস্থার অফিসে আসেন। অফিসে ঢোকার আগেই রীতিমতো…

