Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কে বলবে দুই বাচ্চার মা! পুলের ধারে মনোকিনিতে শুভশ্রী,ছেলের সঙ্গে ব্যস্ত জলকেলিতে
কে বলবে দুই বাচ্চার মা! পুলের ধারে মনোকিনিতে শুভশ্রী,ছেলের সঙ্গে ব্যস্ত জলকেলিতে

গত নভেম্বরেই দ্বিতীয় সন্তনের জন্ম দিয়েছেন শুভশ্রী। তবে মাস কয়েকের মধ্যেই বেবি ফ্যাট ঝরিয়ে আগের মতোই ছিপছিপে রাজ ঘরণী। শত ব্যস্ততার মধ্য়েও সন্তানদের সঙ্গে সময় কাটাতে ভোলেন না শুভশ্রী। পুজোর আবহে ইউভানের সঙ্গে পুলের পারে সময় কাটাতে দেখা গেল ‘বাবলি’ নায়িকাকে। কালো মনোকিনিতে সুপারহট অবতারে শুভশ্রী। দিকে ছেলে ব্যস্ত দুষ্টুমিতে। মায়ের গায়ে জল ছুঁড়ছে ইউভান। মা-ছেলের এই ক্যানডিড মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেন নায়িকা। ছবিতে নীল-কালো সুইমস্যুটে পাওয়া গেল রাজ পুত্রকে। কোনও পাঁচতারা হোটেলের সুইমিং পুলের দৃশ্য এটি। ছবির জন্য…

Read More

বান্ধবীর মন খারাপ, কাছে টেনে চুমু খেল ইউভান, ভিন দেশে ভাইরাল রাজ-পুত্রের কীর্তি!
বান্ধবীর মন খারাপ, কাছে টেনে চুমু খেল ইউভান, ভিন দেশে ভাইরাল রাজ-পুত্রের কীর্তি!

সপরিবারে এই মুহূর্তে জামাইকায় ছুটি কাটাচ্ছেন রাজ-শুভশ্রী। সঙ্গে তাঁদের শিশুপুত্র ইউভান। দেখতে দেখতে বেশ বড় হয়েছে রাজ-পুত্র। ছোট থেকেই ইউভান ইন্টারনেট সেনসেশন। জামাইকা গিয়ে ইতিমধ্যেই বন্ধু পাতিয়ে ফেলেছে সে। জামাইকার রেস্তোরাঁয় বসে বাবা-মা’র খাবার খাচ্ছিল ইউভান। সেই সময় নতুন বান্ধবীও খুঁজে নিয়েছে সে। ছোট্ট বান্ধবীর মন খারাপ, সে কাঁদছে এমনটা দেখে স্থির থাকতে পারেনি সে। কাছে টেনে বান্ধবীকে ভুলিয়ে দেয় দেয়। এরপর তাঁকে টেনে ঠোঁটে চুমুও খেয়ে বসেছে ইউভান। রাজ চক্রবর্তীক ইনস্টাগ্রাম থেকে ভিডিয়োটি পোস্ট হতেই তা মুহূর্তে ভাইরাল।…

Read More