কন্যা স্ট্র্যাপবন্দি শরীরে, ছেলে ঘুরছে পাশেই, কর্মীর খাবার ডেলিভারি ভাইরাল
দুধের শিশুকন্যা শরীরের সঙ্গে স্ট্র্যাপে বাঁধা ৷ পাশেই ঘুরছে শিশুকন্যার তুলনায় বয়সে কিছুটা বড় এক বালক ৷ দুই সন্তানকে সঙ্গে নিয়েই খাবার ডেলিভারি করতে বেরিয়েছেন জোম্যাটোর এক কর্মী ৷ এই ভিডিও জয় করেছে নেটিজেনদের মন ৷ ওই ডেলিভারিম্যান জানিয়েছেন রোদ-ঝড়-জল, যে কোনও পরিস্থিতিতে তিনি এভাবেই খাবার ডেলিভারি করেন ৷ তাঁকে নিয়ে একটি শর্ট ভিডিও শেয়ার করেছেন ফুড ব্লগার সৌরভ পঞ্জওয়ানি ৷ জানিয়েছেন ওই জোম্যাটোকর্মীকে দেখে তিনি অভিভূত এবং অনুপ্রাণিত ৷ লিখেছেন, ‘‘এই জোম্যাটো কর্মী সারা দিন রোদে ঘোরেন দুই…