‘এমন ভারতে আমি বাস করতে চাই না…’! FIR হতেই মহুয়া’র টুইট ঘিরে জল্পনা
মাথা ঘামাতে নারাজ কৃষ্ণনগরের এই সাংসদ তবে বিষয়টি নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ কৃষ্ণনগরের এই সাংসদ। এমনকি সুপ্রিম কোর্টেও এই বিষয়ে যাওয়ার ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। তবে মহুয়া মৈত্র’র এহেন বক্তব্যকে দল সমর্থন করে না বলে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। যাতে অস্বস্তি আরও বেড়েছে। আর এই বিতর্কের মধ্যে নিজেকে কখনও হিন্দু আবার কখনও মা কালীর উপাসক হিসাবে প্রমাণ মরিয়া সাংসদ। বিতর্কের মধ্যেই প্রথমে হোয়াটস অ্যাপ ডিপিতে একটি তারা মায়ের ছবি দেন। এরপর সেটি বদলে তিলক পড়া…