জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবা-মেয়ে জুটিতে ফাইটার পাইলট (Fighter Pilot)। ভারতীয় বায়ুসেনার (IAF) ইতিহাসে এই প্রথমবার। একসঙ্গে যুদ্ধবিমান নিয়ে উড়ালেন বাবা-মেয়ে।
বাবা সঞ্জয় শর্মা যুদ্ধ বিমানের চালক, এয়ার কমোডোর। অন্যদিকে মেয়ে অনন্যা শর্মা ভারতীয় বায়ুসেনার ফ্লাইং অফিসার। ভারতের সামরিক বিমান পরিবহনের ইতিহাসে এই বাবা-মেয়ে জুটি-ই প্রথম, যাঁরা একসঙ্গে যুদ্ধ বিমান উড়ালেন। বর্তমানে ভারতীয় বায়ুসেনার হেড কোয়ার্টারে কর্মরত সঞ্জয় শর্মা। আর অনন্যা ২০২১-এর ডিসেম্বর ফাইটার পাইলট হিসেবে যুদ্ধবিমান চালানোর ছাড়পত্র পান।
প্রসঙ্গত, ২০১৫ সালে ভারতীয় বায়ুসেনা যুদ্ধক্ষেত্রে মহিলাদের অন্তর্ভুক্তিতে সায় দেয়। তার ৭ বছর পর তৈরি হল ঐতিহাসিক মুহূর্ত। বাবা-মেয়ে দুজনে একসঙ্গে ওড়ান হক-১৩২। কর্নাটকের বিদার এয়ারবেস থেকে একসঙ্গে যুদ্ধবিমান ওড়ান বাবা-মেয়ে।
অনন্যা বলেন, “ছোটবেলায় আমি প্রায়ই বাবাকে জিজ্ঞাসা করতাম যে, কেন কোনও মহিলা ফাইটার পাইলট নেই? বাবাও তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উত্তর দিত যে, চিন্তা কোর না। তুমি-ই হবে।” ঐতিহাসিক এই ঘটনাটি ঘটে ৩০ মে। কিন্তু তা প্রথমে নজরে আসেনি কারোরই। যুদ্ধবিমানের সামনে বাবা-মেয়ের একসঙ্গে ছবি সামনে আসতেই এবার ট্রেন্ডিং এই খবরটি।
(Source: zeenews.com)