International Kissing Day: অনুভূতি প্রকাশের ক্ষেত্রে অশেষ শক্তিশালী এই জিনিসটি কী জানেন?

International Kissing Day: অনুভূতি প্রকাশের ক্ষেত্রে অশেষ শক্তিশালী এই জিনিসটি কী জানেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘চুম্বন’ কবিতায় রবীন্দ্রনাথ লিখেছিলেন– ‘দুইটি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে/ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে’। আজ, ৬ জুলাই ‘আন্তর্জাতিক চুম্বন দিবস’। দিনটি প্রেমিকযুগলের প্রতি উৎসর্গীকৃত। একটি চুম্বন– মাত্র ছোট্ট একটি চুম্বনই কারও ভালোবাসার পাত্রের প্রতি তাঁর নিভৃত মধুর গভীর অনুভূতিকে  সুচারু ভাবে প্রকাশ করতে পারে। এখানেই চুম্বনের শক্তি। সেই শক্তিকে স্বীকৃতি দেওয়ার দিন এটি।

‘আন্তর্জাতিক চুম্বন দিবস’ দিনটি যুক্তরাজ্যে প্রথম পালিত হয়েছিল। তারপর ‘দুটি অধরের এই মধুর মিলন’দিন ঘুরে ঘুরে এসেছে। চুম্বন প্রেমানুভূতি প্রকাশের সব চেয়ে সহজ কিন্তু শক্তিশালী হাতিয়ার। অবশ্য ‘হাতিয়ার’ কথাটি হয়তো চুম্বনের মতো সফ্ট একটা বিষয়ের সঙ্গে ঠিক যায় না। এখানে বরং প্রেম প্রকাশের দ্যোতক বলা যেতে পারে।

চুম্বন নানা রকম। কপালে করা চুম্বন স্নেহ প্রকাশ করে, শ্রদ্ধাও প্রকাশ করে। চিবুকে চুম্বন প্রকাশ করে স্নেহ। চুম্বন সব মিলিয়েই একটা ব্যাপক গভীর অনুভূতি প্রকাশ করে, কারও প্রতি কেয়ারিং মনোভাব প্রকাশের ক্ষেত্রেও চুম্বন অব্যর্থ।

২০০০ সালে ব্রিটেনে দিনটি প্রথম পালিত হয়েছিল। ১৩ ফেব্রুয়ারি দিনটিও আন্তর্জাতিক চুম্বন দিন হিসেবে পালিত হয়। এ দিনটি আসে ভ্যালেন্টাইন ডে’র ঠিক আগে।

(Source: zeenews.com)