Vande Bharat Menu: খাসির মাংস, দই পাবেন যাত্রীরা, আর কী কী মেনুতে? ভাড়া কত?

Vande Bharat Menu: খাসির মাংস, দই পাবেন যাত্রীরা, আর কী কী মেনুতে? ভাড়া কত?

বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেমি স্পিড ট্রেন। অভিজাত, ঝকঝকে। কেতাদুরস্ত, আধুনিক। নতুন বছরের প্রথম দিন থেকেই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ছুটবে ভারতের অহংকার বন্দে ভারত এক্সপ্রেস। এবার একঝলক দেখে নিন এই ট্রেন যাত্রায় ঠিক কী মেনু থাকছে যাত্রীদের জন্য?

বাংলার পথে ছুটবে রাজকীয় ট্রেন। সেক্ষেতে এই ট্রেনে থাকছে বাঙালি খানা। আইআরসিটিসি সূত্রে খবর, এই ট্রেনে যাত্রীদের লুচি ও চানা মশলা দেওয়া হতে পারে। দুপুরের খাবারে থাকতে পারে মুরগি অথবা খাসির মাংস। আর শেষ পাতে অবশ্য়ই থাকছে বাঙালির চিরচেনা রসগোল্লা, সন্দেশ। রসনা তৃপ্তির একেবারে এলাহি আয়োজন। শোনা যাচ্ছে শেষ পাতে দইও পাবেন যাত্রীরা।

বন্দে ভারতে যাত্রী স্বাচ্ছন্দ্যের যাবতীয় ব্যবস্থা থাকছে। ভোর ৫টা ৫৫মিনিটে হাওড়া থেকে ছেড়ে দুপুর ১টা ৫৫ মিনিটে এই ট্রেন পৌঁছবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। অত্যন্ত আরামদায়ক এই ট্রেন। ঝাঁকুনির কোনও ব্য়াপার নেই। একেবারে মন ভালো করা জার্নি।

এবার ট্রেনের ভাড়়াটা একটু দেখে নেওয়া যাক। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যেতে গেলে এই ট্রেনের আপনাকে খরচ করতে হবে ১,৫৬৫ টাকা। যদি আপনি ট্রেনের খাবার নিতে না চান তবে আপনার টিকিট থেকে বাদ যাবে ৩৭৯ টাকা। ট্রেনের একজিকিউটিভ ক্লাসের টিকিটের দাম পড়বে ২৮২৫ টাকা। এখানে খাবার নিতে না চাইলে ৪৩৪ টাকা বাদ যাবে।

এদিকে ফিরতি পথে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ায় আসার জন্য ১৪৪৫ টাকা খাবার সহ টিকিটের দাম পড়বে। এক্সিকিউটিভ ক্লাসে টিকিটের দাম খাবার সহ দাম পড়বে২,৬৭০ টাকা।

এদিকে এদিনের অনুষ্ঠানে জয় শ্রীরামকে বিতর্ক বাদ দিলে বন্দে ভারতকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ একেবারে তুঙ্গে। ট্রেনের লাল রঙের গদি আঁটা সিট দেখে অনেকেরই মনে হয়েছে একবার চেপে দেখা যেতেই পারে এই ট্রেনে। এদিকে হাওড়া থেকে ভোরবেলা ছাড়বে এই ট্রেন। গন্তব্য নিউ জলপাইগুড়ি। টিকিটের চাহিদাও একেবারে তুঙ্গে।

দার্জিলিং মেল, উত্তরবঙ্গ , পাহাড়িয়া কিংবা কাঞ্চনজঙ্ঘা তো আছেই। শুধু শখ মেটানোর জন্য়ও অনেকে একবার এই ট্রেনে চড়তে চাইছেন। টিকিটের চাহিদাও একেবারে তুঙ্গে। এদিন বিভিন্ন স্টেশনে ট্রেন থামতেই উচ্ছাসে ফেটে পড়েন সাধারণ মানুষ। ফুলে, জাতীয় পতাকায় তাঁরা স্বাগত জানান এই ট্রেনকে।

(Feed Source: hindustantimes.com)