Vande Bharat Sleeper 1st Ride Review: প্রথম দিনেই যা অবস্থা বন্দে ভারতের…মেঝের উপরে পড়ে চা-এর কাপ, প্লাস্টিক! ‘ওয়ার্ল্ড ক্লাস ট্রেনে’র মেনুটা শুনুন
উল্লেখ্য, ট্রেনটি রুটের উপর ভিত্তি করে স্থানীয় খাবার পরিবেশন করবে: গুয়াহাটি থেকে শুরু হওয়া যাত্রায় অসমীয়া খাবার এবং কলকাতা থেকে শুরু হওয়া ট্রেনে বাঙালি খাবার। যেহেতু এটি মূলত একটি রাতের পরিষেবামূলক ট্রেন, তাই রাতের খাবারের পরে সকালের চা দেওয়া হবে। নয়াদিল্লি: গত ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হয়েছে হাওড়া- কামাক্ষ্যা জাংশন (গুয়াহাটি) বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস৷ আজ, মঙ্গলবার, ২০ জানুয়ারি বাণিজ্যিক ভাবে এই ট্রেনের টিকিট বিক্রি করা শুরু হয়ে গিয়েছে৷ ইতিমধ্যেই সামনে এসেছে বন্দে ভারত স্লিপারের প্রথম…







