
Indian Railways: এমনই একটি ভিডিও শোরগোল ফেলে দিয়েছে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। যা ঘটল রেল ওভারব্রিজে তা দেখে হাত পা ঠান্ডা হয়ে গেল আসমুদ্রহিমাচলের। ছুটে আসছিল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। ঠিক তখনই কী ঘটল জানেন? শুনলে শিউরে উঠবেন!
সোশ্যাল মিডিয়া যেন এক আজব জায়গা। প্রতিদিন এই সমাজ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ঝড় তোলে নানা ছবি, ভিডিও থেকে খবর যা রীতিমতো বুলেট গতিতে মুহূর্তে ছড়িয়ে পরে পৃথিবীর কোনায় কোনায়।
এবার এমনই একটি ভিডিও শোরগোল ফেলে দিয়েছে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। যা ঘটল রেল ওভারব্রিজে তা দেখে হাত পা ঠান্ডা হয়ে গেল আসমুদ্রহিমাচলের। ছুটে আসছিল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। ঠিক তখনই কী ঘটল জানেন? শুনলে শিউরে উঠবেন!
বস্তুত, রিলের নেশা বলুন বা নেশার নেশা, আজকাল কিছু মানুষ এতে এতটাই মগ্ন যে তাঁরা নিজের জীবনেরও তোয়াক্কা করেন না। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে যা দেখা গিয়েছে তা নড়িয়ে দিয়েছে দেশের নেটিজেনদের।
ভাইরাল ভিডিওতে দেখা গেল দ্রুতগতির ধেয়ে আসছে বন্দে ভারত এক্সপ্রেস। আর সেই চলন্ত সেমি হাই স্পিড ট্রেনের সামনেই ওভারব্রিজে এক তরুণী দিব্যি হেঁটে যাচ্ছেন। যাঁর পিছু পিছু তাঁরই পুরুষ সঙ্গী।
কয়েকমুহূর্তের মধ্যেই বন্দে ভারত কার্যত তাঁদের গা ঘেঁষে বেরিয়ে গেল। ঝনঝন করে কেঁপে উঠল গোটা ব্রিজ। এদিকে সেই দম্পতি তখন মনের আনন্দে নিজেদের ছবি তুলতেই ব্যস্ত। তাদের এই কীর্তি দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়ল গোটা নেটপাড়া।
আসলে, এই ভিডিওটি কোনও নিয়মিত রেললাইনেও তোলা হয়নি। বরং, এটি শুট করার জন্য, দুটি চরিত্র হিসেবে ওই তরুণী ও সম্ভবত তাঁর বয়ফ্রেন্ড অভিনয় করছিলেন ওভারব্রিজে দাঁড়িয়ে।একটি রেল ওভারব্রিজে উঠে এই ভাবে ভিডিও তৈরি করা কি আদৌ আইনত বৈধ? প্রশ্ন তুলেছেন সবাই।
ভাইরাল ভিডিওতে এটা স্পষ্ট যে এই ভিডিওটি হঠাৎ বা কাকতালীয়ভাবে তোলা হয়নি, বরং প্ল্যান করেই করা হয়েছে। তাতেই প্রশ্ন উঠেছে যদি কেউ এর দ্বারা প্রভাবিত হয় এবং একই কাজ করে বসে, তাহলে কে দায়ী হবে?
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন পুরুষ এবং মহিলা একটি ভোজপুরি গান বাজানো একটি রিলের শুটিং করছেন, আর বন্দে ভারত এক্সপ্রেস তাদের পাশ দিয়ে ঝড়ের বেগে ছুটে যাচ্ছে।
এই ঘটনাটি তাদের লাইক এবং ভিউ পেতে সাহায্য করতে পারে ঠিকই কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করা অপরাধ হিসেবে বিবেচিত হয়। ক্লিপে দেখা যাচ্ছে, বন্দে ভারত এক্সপ্রেস যখন পাশ দিয়ে যাচ্ছে, তখন দম্পতির চুল হাওয়ায় উড়ছে, মুখে ঝাপ্টা দিচ্ছে আর সেই অবস্থাতেই তাঁরা দিব্যি গান চালিয়ে রেকর্ড করে চলেছেন।
ভিডিওতে যদিও ওই তরুণী ও তাঁর সঙ্গী রেললাইনের পাশে রেলিংয়ের উপরই দাঁড়িয়ে ছিল, তবুও ব্যবহারকারীরা তাদের এই রিল তৈরির তীব্র সমালোচনা করছেন। এই কাজের জন্য তারা স্থানীয় রেল বিভাগের কাছ থেকে অনুমতি নিয়েছিল কিনা তাও স্পষ্ট নয়।
অতএব, রেল এই ভাইরাল ভিডিওটিতে কী প্রতিক্রিয়া দেয় সেটাই এখন দেখার। যদিও এই ভাইরাল ভিডিওটি দেখে ৪,০০০ এরও বেশি ব্যবহারকারী এটি পছন্দ করেছেন এবং পোস্টটিতে প্রায় ২০০ টি মন্তব্য পড়েছে।
X-এ এই ভিডিওটি পোস্ট করে @gemsofbabus_ লিখেছেন, “মানুষ এখন সোশ্যাল মিডিয়ার খ্যাতির লোভে কয়েক সেকেন্ডের জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিতেও ছাড়ে না। রেল ব্রিজে রীতিমতো নাচছে, ঠিক পিছনে ধেয়ে আসছে দ্রুতগতির বন্দে ভারত ট্রেন। এক ঝটকা বাতাস… আর সব শেষ।” এই ভিডিওটি ৪.২ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে এবং অসংখ্য মন্তব্য পেয়েছে পোস্টে।
(Feed Source: news18.com)











