কর্মীর আকাল রেলে, তবু নতুনদের বদলে অবসরপ্রাপ্তদের নিয়োগেই জোর নানা ডিভিশনে
North-east Frontier Railway Recruitment: বিভিন্ন ডিভিশনে কর্মীর আকাল। একদিকে যেমন নেই পর্যাপ্ত কর্মী, অন্যদিকে অবসর নিচ্ছেন দক্ষ কর্মী ও আধিকারিকরা। যার জেরে বিভিন্ন ডিভিশন রেল ব্যবস্থাটাই চালানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় ফের অবসরপ্রাপ্ত কর্মীদেরই নিয়োগ করার কথা ভাবছে রেল। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে রেলবোর্ড। যারা রেল পরিষেবা থেকে অবসর নিয়েছেন, তাদের ফের নিয়োগ করতে চায় রেলবোর্ড। তবে এই নিয়োগ অস্থায়ী ভিত্তিতে করা হবে বলে জানানো হয়েছে। সমস্যা ঠিক কোথায় ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জোন উত্তর পূর্ব সীমান্ত বা…