Indian Railways Vacancy: ভারতীয় রেল বিপুল শূন্যপদ! সংসদে জানালেন মন্ত্রী

Indian Railways Vacancy: ভারতীয় রেল বিপুল শূন্যপদ! সংসদে জানালেন মন্ত্রী

বিপুল শূন্যপদ ভারতীয় রেলে। গত ৭ অগস্ট কেন্দ্রীয় সরকারের সংসদে পেশ করা তথ্য অনুসারে, ভারতীয় রেলওয়েতে প্রায় ২.৫ লাখ পদ খালি পড়ে আছে, যার মধ্যে গ্রুপ সি’র কর্মীদের চাহিদাই বেশি।

ভারতীয় জনতা পার্টির আইন প্রণেতা সুশীল কুমার মোদীর উত্থাপিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের জমা দেওয়া পত্রে দেখা যায়, গ্রুপ সি পদে রেলওয়ের সমস্ত জোন মেলালে মোট ২ লক্ষ ৪৯ হাজার শূন্যপদ রয়েছে। রেলের উত্তরাঞ্চলে সর্বোচ্চ ৩২,৪৬৮টি, পূর্বাঞ্চলে ২৯,৮৬৯টি, পশ্চিমাঞ্চলে ২৫,৫৯৭টি এবং মধ্যাঞ্চলে ২৫,২৮১টি পদ শূন্য রয়েছে গ্রুপ সি পদে। এছাড়াও, বৈষ্ণবের প্রতিক্রিয়া অনুসারে, গ্রুপ ‘এ’ এবং ‘বি’-তে মোট ২০৭০ টি পদ খালি রয়েছে। অর্থাৎ রেলওয়েতে মোট শূন্যপদের সংখ্যা দাঁড়ায় ২ লক্ষ ৫০ হাজার ৯৬৫টি।

রেলমন্ত্রী আরও উল্লেখ করেছেন যে ৩০ জুন, ২০২৩ পর্যন্ত, মোট ১ লক্ষ ২৮ হাজার ৩২৯ জন প্রার্থীকে বিজ্ঞপ্তির ভিত্তিতে গ্রুপ সি পদে (লেভেল- ওয়ান ব্যতীত) তালিকাভুক্ত করা হয়েছে। ৩০ জুন, ২০২৩ পর্যন্ত মোট ১লক্ষ ৪৭ হাজার ২৮০ জন প্রার্থীকে বিজ্ঞপ্তির ভিত্তিতে লেভেল ওয়ান পদে নিযুক্ত করা হয়েছে।

বৈষ্ণব আরও জানিয়েছেন, ভারতীয় রেলে গ্রুপ এ পরিষেবাগুলিতে সরাসরি নিয়োগ করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) । রেলওয়ের মোট শূন্যপদ ২ লক্ষ ৫০ হাজার, যা দেশের নন-গেজেটেড শূন্যপদের তুলনায় অনেকটাই কম।

সরকারি ক্ষেত্রে দেশের বৃহত্তম নিয়োগকর্তা হিসাবে বিবেচিত ভারতীয় রেল ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১১ লক্ষ ৭৫ হাজার কর্মচারী নিয়ে কাজ করে এসেছে। ভারতীয় রেলে সব মিলিয়ে ২ লক্ষ ৫০ হাজার শূন্যপদ।

অল্প সংখ্যায় কিছু কিছু সেক্টর চলছে নিয়োগের কাজও। উত্তরাঞ্চলের রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার, ট্রেন ম্যানেজার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৩২৩টি শূন্যপদ রয়েছে এখানে। ২৯ জুলাই থেকে শুরু হয়েছে সংশ্লিষ্ট নিয়োগের আবেদন প্রক্রিয়া। আবেদনপত্র জমার শেষ দিন ২৮ অগস্ট।

(Feed Source: hindustantimes.com)