রেলে চাকরি থেকে ইলন মাস্কের স্পেসএক্সে! নেটে ঝড় তুলেছে সঞ্জীবের লিঙ্কডইন প্রোফাইল
কলকাতা: ইন্টারনেট জুড়ে এখন শুধু একটাই নাম। সঞ্জীব শর্মা। কী করেছেন তিনি? পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আইআইটি রুরকি থেকে স্নাতক। সরকারি চাকরি দিয়ে জীবন শুরু। সেখান থেকে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের অন্যতম কারিগর! সঞ্জীবের লিঙ্কড ইন প্রোফাইল এখন চাকরিপ্রার্থীদের অনুপ্রেরণা। আইআইটি রুরকি থেকে স্নাতক হওয়ার পর ভিডিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে ভারতীয় রেলওয়েতে যোগ দেন সঞ্জীব। চার বছর পর পদোন্নতি হয়। ১৯৯৪ সালে হন ডেপুটি চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। রেলে চাকরি করেন ১১ বছর। ২০০২ সালে চাকরি চাকরি ছেড়ে পাড়ি দেন বিদেশ।…