চাকরির বাজারে বেহাল দশা! জয়েনিংয়ের আগেই ছাঁটাই হয়ে গেলেন বেসরকারি কর্মী
সম্প্রতি বিশ্বব্যাপী ৭১৬ জন কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা করেছে লিঙ্কডইন। মাইক্রোসফ্টের মালিকানাধীন চাকরি খোঁজার প্ল্যাটফর্ম এটি। সেই সঙ্গে চিনের জন্য আলাদা করে তৈরি করা চাকরি অ্যাপ InCareer বন্ধ করার ঘোষণা করেছে লিঙ্কডইন। সংস্থার গ্লোবাল বিজনেস অর্গানাইজেশন(GBO)-এর মধ্যে পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসাবে এই ছাঁটাই করা হচ্ছে। বিশ্বব্যাপী LinkedIn-এ প্রায় ১৯,০০০ কর্মী রয়েছে। সংস্থার প্রায় ৩.৫ শতাংশ কর্মী ছাঁটাই করা হচ্ছে। ছাঁটাই হওয়া কর্মীদের তালিকায় থাকা এক হতভাগ্য কর্মী সোশ্যাল মিডিয়ায় তাঁর করুণ অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, নতুন নতুন চাকরি পেয়েছিলেন।…