বাইরের খাবার নিয়ে সিনেমা হলে ঢোকা যাবে? সিদ্ধান্ত হল মালিকের,জানাল সুপ্রিম কোর্ট

বাইরের খাবার নিয়ে সিনেমা হলে ঢোকা যাবে? সিদ্ধান্ত হল মালিকের,জানাল সুপ্রিম কোর্ট

#কলকাতা: সিনেমা হলে আসা দর্শকেরা বাইরে থেকে খাবার ও পানীয় নিয়ে আসবেন? না হলের ভিতর থেকেই তাঁদের খাবার কিনতে হবে? এবার তা ঠিক করার সিদ্ধান্ত সম্পূর্ণই হল-মালিকদের উপর। এমনই রায় দিল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিংহের বেঞ্চ রায় দেয়, সিনেমা হল মালিকদের নিজস্ব সম্পত্তি, তারা নিজের শর্ত অনুযায়ী নিয়ম করতে পারেন, যতক্ষণ না তা জনস্বার্থ, নিরাপত্তা এবং কল্যাণের পরিপন্থী না হয়। খাদ্য এবং পানীয় বিক্রয়ের ক্ষেত্রে হল-মালিক নিজস্ব শর্ত রাখতেই পারেন। সিনেমা দেখতে আসা দর্শকেরা সেই খাবার কিনবেন কী না, সেটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত মতামত।

প্রসঙ্গত, সিনেমা হলে বাইরে থেকে খাবার নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা  ২০১৮ সালে তুলে দিয়েছিল জম্মু ও কাশ্মীর হাই কোর্ট। জানিয়েছিল, এই নিয়মের ফলে দর্শকেরা প্রেক্ষাগৃহে যা বিক্রি হয়, তা খেতে বাধ্য হন। খাবার নিয়ে ঢোকার উপর এই নিষেধাজ্ঞা নিয়েই পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই মামলা শুনছিল সুপ্রিম কোর্টে। এদিন, বেঞ্চ জানিয়ে দেয়, সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সের নিজস্ব শর্ত বহাল রাখার অধিকার রয়েছে। সিনেমা হলে খাবার, পানীয় নিয়ে ঢোকা যাবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়ারও অধিকার রয়েছে কর্তৃপক্ষের।

(Feed Source: news18.com)