ভরা পৌষে শীতে কাঁপছে গোটা দক্ষিণবঙ্গ। পশ্চিমি হাওয়ার দাপটে গোটা উত্তরভারতের সঙ্গে দক্ষিণবঙ্গেও রোজ লাফিয়ে নামছে পারদ। যার জেরে পশ্চিমের জেলাগুলিতে শুরু হয়েছে ব্যাপক শৈত্যপ্রবাহ। অন্য জেলাগুলিতেও শীতের দাপটে জবুথবু জনজীবন। প্রায় গোটা দক্ষিণবঙ্গেই পারদ ১০ এর নীচে। তবে সব থেকে কঠিন অবস্থা পুরুলিয়ার।
শুক্রবার সকালে আলিপুরের তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে হাওয়া আপিসের তথ্য বলছে অন্য জেলাগুলির অবস্থা আরও কঠিন। শুক্রবার সকালে পুরুলিয়া শহর ছিল রাজ্যের সমতলে শীতলতম। সেখানে পারদ নেমেছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াসে। দ্বিতীয় স্থানে ছিল বর্ধমান। সেখানে পারদ নামে ৭.৩ ডিগ্রি সেলসিয়াসে। তৃতীয় স্থানে বাঁকুড়া ও শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া মুকুটমণিপুরে ৮.৩, পানাগড়ে ৮.৪, আসানসোলে ৮.4, আমতায় ৮.৮, ঝাড়গ্রামে ৯.০, ধূলাগড়ে ৯.০, কলাইকুণ্ডায় ৯.২, মুর্শিদাবাদে ৯.৪, উলুবেড়িয়ায় ৯.৫, মগরায় ৯.৫, হাওড়া ৯.৫, খড়গপুরে ৯.৬, আন্দুলে ৯.৮, কল্যাণীতে ৯.৮, হাবরায় ১০.১, কলকাতা লাগোয়া নিউ টাউনে ১০.৫, বহরমপুরে ১১.০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল পারদ।
পশ্চিমি হাওয়ার সঙ্গে আকাশ পরিষ্কার থাকায় আগামী কয়েকদিন পারদ পতনের ধারা জারি থাকবে।